Tripura : গ্রামবাসীদের দীর্ঘ বছরের দাবি পূরণ : U Bangla TV
Tripura : গ্রামবাসীদের দীর্ঘ বছরের দাবি পূরণ : U Bangla TV
গ্রামবাসীদের চলাফেরা করার জন্য পাকা ব্রীজ নির্মানের দাবি অবশেষে দীর্ঘ বছর পর পূরন হতে চলছে।
ত্রিপুরা সালেমা আর. ডি. ব্লকের অন্তর্ভুক্ত-- সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, উত্তর সিঙ্গিনালা গ্রামে মিশ্র জনবসতি ৬০টি পরিবারের বসবাস। গ্রামবাসীদের বিগত ২৫ বছর বামফ্রন্ট সরকারের আমল থেকে দাবী ছিল-- উত্তর সিঙ্গিনালা গ্রামের এক কিলোমিটার রাস্তা চওড়া করে তার উপর একটি পাকা ব্রীজ তৈরী করে দেওয়ার। কিন্তু, ত্রিপুরায় বিগত ২৫ বছরের বামফ্রন্ট সরকারের আমলে গ্রামবাসীদের চলাচলের সুবিধার জন্য রাস্তা চওড়া তো দূরের কথা, ছড়ার উপর পাকা ব্রীজ তৈরী করা ও সম্ভব হয়নি। ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর-- গ্রামবাসীদের দাবী অনুযায়ী সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পালের তত্ত্বাবধানে-- সালেমা আর.ডি দপ্তর থেকে ওই রাস্তার ছড়ার উপর ৩৯ লক্ষ টাকা ব্যয়ে পাকা ব্রীজ নির্মানের কাজ শুরু করে। আর কয়েকদিনের মধ্যে ব্রীজের কাজ শেষ হবে। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি সকল গ্রামবাসীরা।
What's Your Reaction?