Tripura : পাল্টা সড়ক অবরোধে ফের উত্তপ্ত পরিস্থিতি খোয়াই তেলিয়ামুড়া কলয়পাড়ায় : U Bangla TV
Tripura : পাল্টা সড়ক অবরোধে ফের উত্তপ্ত পরিস্থিতি খোয়াই তেলিয়ামুড়া কলয়পাড়ায় : U Bangla TV
পাল্টা সড়ক অবরোধে ফের উত্তপ্ত পরিস্থিতি খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া কলয়পাড়ায়! প্রধানমন্ত্রী আবাস যোজনার ১৪টি ঘর ভাঙার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি অবরোধকারীদের! খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া কলয়পাড়া এলাকার শান্তি-সম্প্রীতি রক্ষার দাবিতে তেলিয়ামুড়া মহকুমা'র কলইপাড়া এলাকায় সড়ক অবরোধে সামিল হলো উপজাতি অংশের মানুষজনেরা। তাদের বক্তব্য, শুক্রবার রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী আবাস যোজনার ১৪ টি ঘর কে বা কারা ভেঙ্গে দিয়ে জনজাতি মানুষদের নাম বদনাম করেছে, তার সুষ্ঠ বিচারের দাবিতে এই সড়ক অবরোধ বলে জানিয়েছে তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা। সেই সাথে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর ও। পরে অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন প্রশাসনের আধিকারিকরা। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর। দীর্ঘ সময় উপজাতি অংশের মানুষজনেরা সড়ক অবরোধে সামিল থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক প্রান্তে উপজাতি অংশের মানুষজনদের সড়ক অবরোধ, অন্যদিকে অ- উপজাতি মানুষজনদের রাস্তায় জমায়েত। মাঝপথে বিশাল সিআরপিএফ বাহিনীর জওয়ানদের টহলদারি। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হওয়ার প্রাক মুহূর্তে ঘটনাস্থলে ছুটে আসেন খোয়াই ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব। পরবর্তীতে পুলিশ সুপার, উপজাতি এবং অ-উপজাতি উভয় অংশের মানুষজনদের সাথে কথাবার্তা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?