Tripura : ভোট বয়কট করার হুঁশিয়ারি : U Bangla TV
Tripura : ভোট বয়কট করার হুঁশিয়ারি : U Bangla TV
বেহার রাস্তা সংস্কার করা না হলে ভোট বয়কট করার হুঁশিয়ারি ক্ষুব্ধ জনজাতি অংশের মানুষজনের! সিপাহীজলা ত্রিপুরা জেলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা জনজাতি অংশের মানুষদের কথা দিয়ে কথা রাখেননি বলে অভিযোগ করে বললেন তারা। ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পূর্বে বারবার এলাকার মধ্যে মিটিং এবং সভা করে জনজাতি অংশের জনগণকে বিধায়িকা আশ্বাস দিয়েছিলেন, যদি ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কমলাসাগর বিধানসভা থেকে তিনি জয়ী হতে পারেন, তাহলে কমলাসাগর মূল সড়ক থেকে পূর্ণ সেনাপতি পাড়া যেতে ১ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ মেরামত করা দেওয়া হবে। কিন্তু, বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এলাকায় বিধায়িকা একবারের জন্য ও প্রবেশ করেনি বলে অভিযোগ জনজাতি অংশের মানুষজনের। যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে এলাকার জনজতি অংশের পুরুষ-মহিলারা রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে। ক্ষুব্ধ জনজাতি অংশের মানুষরা জানিয়েছেন, এলাকার বিধায়িকা যেহেতু জনজাতি অংশের মানুষজনকে কথা দিয়ে, কথা রাখেননি, আগামী লোকসভা নির্বাচনে এলাকার জনজাতি অংশের জনগণ তাদের সম্পন্ন ভোটদান প্রক্রিয়া বয়কট করবে। পাশাপাশি তারা আগরতলা-কমালাসাগর মূল সড়ক অবরোধে বসবে বলে জানিয়েছে #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?