Malda : হাইড্রেনের কাজ বন্ধ : U Bangla TV

Malda : হাইড্রেনের কাজ বন্ধ : U Bangla TV

Jan 29, 2024 - 17:07
 0  2

হাত দিলেই উঠে যাচ্ছে পাথর , বালি। সিমেন্ট দেওয়ার কোনো নমুনাই নেই। এমনই অভিযোগ তুলে গাজোলের নির্মীয়মান হাইড্রেনের কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা । সোমবার সকাল থেকেই গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েতের শালবোনা এলাকায় নিম্নমানের হাইড্রেনের কাজকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে নিম্নমানের হাইড্রেনের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে এই কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার সংস্থার কর্মীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এমনকি হাইড্রেন তৈরির সঙ্গে জড়িত মিস্ত্রিরাও গ্রামবাসীদের অসন্তোষের জেরেও কাজ বন্ধ করে দেয়। পুরো বিষয়টি নিয়ে গ্রামবাসীরা সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানানোর কথা জানিয়েছেন। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। সেই ব্যাপারে সংশ্লিষ্ট পঞ্চায়েত হাইড্রেনের কাজ শুরু করেছে। কিন্তু এই হাইড্রেনটি কত কিলোমিটার জুড়ে হচ্ছে , এর জন্য কত টাকা বরাদ্দ হয়েছে তার কোনো সংশ্লিষ্ট তালিকা কোথাও টানানো হয় নি। ফলে হাইড্রেনটি কত বড় করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানা যাচ্ছে না। তবে অনুমান প্রায় এক কিলোমিটার জুড়ে হচ্ছে বলে শালবোনা গ্রামের বাসিন্দা সুজয় কান্তি বিশ্বাস জানিয়েছেন, আমার বাড়ির সামনে দিয়ে এই হাইড্রেনটি হচ্ছে। কিন্তু সমস্ত কাজই হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে । তিন ইঞ্চির বদলে এক ইঞ্চি ঢালাই করা হচ্ছে। সিমেন্টের বদলে শুধু বালু আর একদম নিম্নমানের পাথর দিয়েই দায়সারা ভাবে কাজ করা হচ্ছে। এই কাজ বেশিদিন টিকবে না। ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এদিন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যতদিন না কাজের সিডিউল টাঙানো হচ্ছে , ততদিন এই কাজ করতে দেওয়া হবে না। পুরো বিষয়টি নিয়ে আমরা ব্লক প্রশাসনকে জানাব। মাজরা গ্রাম পঞ্চায়েত প্রধান তুলাবতি রবিদাস জানিয়েছেন, সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকেই সরকারি নির্দেশ মেনেই শালবোনা এলাকায় হাইড্রেনের কাজ শুরু করা হয়েছে। ওই এলাকায় এই হাইড্রেনটি তৈরি হলে নিকাশি সমস্যা অনেকটাই মিটে যাবে। তবে এদিন নিম্নমানের কাজ নিয়ে যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে তদন্ত করেও দেখা হচ্ছে। #malda #maldanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow