Nadia : সপ্তম দিনে ২১ জন সেলিব্রেটি শুরু হল শান্তিপুরে মিলন উৎসব : U Bangla TV

Nadia : সপ্তম দিনে ২১ জন সেলিব্রেটি শুরু হল শান্তিপুরে মিলন উৎসব : U Bangla TV

Jan 5, 2024 - 14:43
 0  2

৭ দিনে ২১ জন সেলিব্রেটি, শান্তিপুর থানার মাঠে গতকাল থেকে শুরু হল মিলন উৎসবখেলাধুলা ছাড়াও নদীয়ার শান্তিপুরের থানার মাঠ বিগত বেশ কয়েক বছর যাবত অন্যতম বিনোদন ক্ষেত্র হয়ে উঠেছে। গ্রীষ্মের প্রাক্কালে বসন্ত উৎসবের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শান্তিপুর শহর প্রবেশদ্বারে এই মাঠ জগত বিখ্যাত রাসে বহিরাগত দর্শনার্থীদের কাছে প্রধান আকর্ষণের বিষয়। আর এই দুইয়ের অন্তর্বর্তী সময়ে, নিউ দেশবন্ধু ক্লাবের পরিচালনায় শীতকালীন মিলন উৎসবের প্রতীক্ষায় থাকে আপামোর শান্তিপুরবাসী। মূলত তন্তুজীবী এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে বিনোদন বলতে সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনির পর একটু মানসিক তৃপ্তি ও আনন্দ মেলে এই মেলা থেকে। বিকাল চারটে থেকে রাত ১১ টা পর্যন্ত এই সাতদিনই কোনও না কোনো স্বনামধন্য গায়ক গায়িকা ও অভিনেতা অভিনেত্রীরা মনোরঞ্জন করে থাকেন। অন্যদিকে খাবার থেকে শুরু করে ঘর সাজানো সৌখিন দ্রব্য কিংবা গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র সহ মেলায় বিভিন্ন ধরনের দোকান একই সাথে পেয়ে বাড়ির মহিলা সদস্যদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবারের মিলন উৎসব উদ্বোধন করে ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, রানাঘাট তপশিলি কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধ্যাপক ডঃ তাপস মন্ডল, স্বনামধন্য অভিনেত্রী অনামিকা সাহা, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক, কাউন্সিলর নরেশ লাল সরকার, বৃন্দাবন প্রামাণিক প্রশান্ত গোস্বামী সহ প্রাক্তন পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ সুব্রত সরকার এবং বর্তমান পঞ্চায়েত ও সমিতি সদস্য সদস্যাগণ। নিউ দেশবন্ধু ক্লাবের সভাপতি গোকুল কুন্ডু জানান, এই অনুষ্ঠান শুরু হয়েছিল ২০১৭ সালে, এরপর করোনা পরিস্থিতির জন্য বন্ধ ছিল দু'বছর । সাতদিনই বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে গায়ক গায়িকা এবং সেলিব্রেটি মিলিয়ে মোট ২১ জন শান্তিপুরবাসীকে শীতকালীন উৎসবের মেজাজে মনোরঞ্জন করতে আসছেন। এছাড়াও শিশু-কিশোরদের জন্য থাকছে বিভিন্ন ধরনের অর্নামেন্টাল ফিশ প্রদর্শন এবং বিজ্ঞানের বেশ কিছু প্রদর্শনী। #nadia #nadianews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow