Tripura : ইট ভাটায় চলছে শিশুশ্রম : U Bangla TV
Tripura : ইট ভাটায় চলছে শিশুশ্রম : U Bangla TV
দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম হরিনা দত্ত এন্ড কোং ইট ভাটায় চলছে শিশুশ্রম!দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম মহকুমা সাতচাঁদ আর.ডি.ব্লকের অন্তর্গত পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বীনামাঢেপা এলাকায় ইট ভাটার মালিক প্রদীপ দও বর্তমানে বহি:রাজ্যের ছোট ছোট শিশুদের দিয়ে শিশুশ্রম করাতে ব্যস্ত হয়ে পড়েছেন। ত্রিপুরার বিভিন্ন মহকুমাতে গুলিতে বহু ইট ভাটা রেয়েছে। এর মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রান্তিক মহকুমা সাব্রুমে মোট ৭ টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে হরিনাতে মেসার্স দত্ত এন্ড কোং ইট ভাটাটি'তে বহিঃরাজ্যের পরিযায়ী ছোট ছোট শিশুদের দিয়ে ইট তৈরির কাজে ব্যস্ত হয়ে রয়েছেন প্রদীপ দত্ত। ইট ভাটা শিশুদের কাছ থেকে সাংবাদিকরা জানতে চাইলে শিশুরা জানান, যে যতটি ইট বানাবে তার উপরে নির্ভর করবে সাপ্তাহিক পেমেন্ট। কাউকে দেড় হাজার টাকা, এবং কাউকে দুই হাজার টাকা সাপ্তাহিক পেমেন্ট করা হয়। বহু অভিযোগ পাওয়ার পর সাব্রুম মহকুমা শ্রম দপ্তরের আধিকারিক অমিত কর প্রদীপ দত্তের রক্তচক্ষু ভয়-ভীতি উপেক্ষা করে সরজমিনে ইট ভাটাতে গিয়ে কেন বহি:রাজ্যের ছোট ছোট শিশুদের দিয়ে শিশুশ্রম সে করাচ্ছে তার জবাব চাইলেন। প্রদীপ দত্তের এহেন কার্যকলাপ দেখে গোটা সাব্রুম মহকুমা জুড়ে ছিঃ ছিঃ রব বিরাজ করছে। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?