Tripura : গ্রেফতার কুখ্যাত মহিলা নেশা পাচারকারী : U Bangla TV

Tripura : গ্রেফতার কুখ্যাত মহিলা নেশা পাচারকারী : U Bangla TV

Apr 6, 2024 - 15:36
 0  2

ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা গোয়ালাবস্তি এলাকা বর্তমানে নেশার পাচার বাণিজ্যের করিডোর হয়ে দাঁড়িয়েছে। নেশা পাচারকারীরা যুব সমাজের কাছে ড্রাগস সহ বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে যুবসমাজের ভবিষ্যৎ দিনের পর দিন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। ভোটের মুখে আবারো আগরতলা গোয়ালাবস্তি এলাকা থেকে কালা দেবী নামে এক মহিলা নেশা পাচারকারীর ঘর থেকে প্রচুর পরিমাণ মারন নেশা ব্রাউন সুগারের কৌটো উদ্ধার করল আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। সাথে আটক করা হয়েছে কুখ্যাত মহিলা নেশা পাচারকারী কালা দেবীকে। নেশা সামগ্রী গুলির বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকার উপর হবে বলে শনিবার আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। ধৃত মহিলা নেশা পাচারকারী কালা দেবীর বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তাকে আদালতে সোপর্দ করে এই নেশা পাচারে তার সাথে আর কে কে জড়িত রয়েছে ধৃত মহিলা নেশা পাচারকারীকে জোর জিজ্ঞাসাবাদ চালাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ডক্টর কিরন কুমার কে। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow