Howrah : অমৃত ভারত প্রকল্পে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী : U Bangla TV
Howrah : অমৃত ভারত প্রকল্পে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী : U Bangla TV
অমৃত ভারত প্রকল্পে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা স্টেশনগুলির উন্নয়নের কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্টেশনগুলির মধ্যে কয়েকটি পাবে বাংলাও । আর এই নিয়েই রবিবার বিকেলে হাওড়ায় সাংবাদিক বৈঠক করেন ডিআরএম । ডিআরএম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নয়নের শিলান্যাস করবেন। হাওড়া ডিভিসনের ১০টি লোকেশনে এই অনুষ্ঠান হবে। যার মধ্যে ৫টি স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় এবং বাকি ১টি ব্যান্ডেল স্টেশন রি ডেভলপমেন্টের আন্ডারে রয়েছে। এই স্টেশনের ওয়ার্ক অর্ডার আগের সপ্তাহে এসেছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৩০৭ কোটি টাকা। হাওড়া স্টেশনের ব্যাপারে কিছু ভাবনাচন্তা করা হয়েছে। এরজন্য পরিকল্পনাও তৈরি করা হয়েছে। এখানে রেল শুধুমাত্র নিজের জায়গায় থেকে কাজ করে না। এখানে মেট্রো সংযোগ, রাজ্য সরকার, কে এম আর সি এল, কলকাতা পোর্ট প্রভৃতি এজেন্সি যুক্ত আছে। সেই কারনে যে পরিকল্পনা হয়েছে তা নিয়ে আলোচনা চলছে। রেলের রেললাইন ডেভলপমেন্ট অথরিটিকে এই কাজ দেওয়া হয়েছে। এখানে মেট্রোর কাজের জন্য সার্ভে চলছে। সেই কারনে ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে পৌঁছোতে যাত্রীদের সমস্যা হচ্ছে। এই কাজ মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলেই জানা যাচ্ছে । তখন সেই রাস্তা দিয়ে যাতায়াত ঠিকভাবে করা যাবে। স্টেশন উন্নয়নের কাজের জন্য বিল্ডিং তৈরী হবে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। সেইসব জায়গায় দখলদারি আছে। সেইসব দখলদারদের আলোচনার মাধ্যমে ধীরেধীরে সরানো হচ্ছে। যারা সরছে না তাদের সরাতে পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে। #howrah #howrahnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?