Tripura : দীর্ঘদিনের বিদ্যুতের সমস্যার দাবি খুব শীঘ্রই পূরণ হতে চলেছে : U Bangla TV
সিপাহীজলা ত্রিপুরা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় দীর্ঘ অনেক বছর ধরে বিদ্যুতের চরম সমস্যা ছিল। কাঞ্চনমালা এলাকাটি একটি গ্রামীন এলাকা, ওই এলাকায় অনেক জঙ্গলাকীর্ণ জায়গা দিয়েও বিদ্যুৎ লাইন দেওয়া হয়েছে, যার ফলে ওই এলাকায় সামান্য একটু বৃষ্টি হলেই বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দেয়। যার ফলে ওই এলাকার মানুষদের এক থেকে দুইদিন বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়। কাঞ্চনমালা এলাকায় বিদ্যুতের সমস্যা চলছে দীর্ঘদিনের। এলাকার মানুষ বহু বছর আগে থেকেই ত্রিপুরা সরকারের নিকট দাবি করে আসছিল তাদের এলাকায় নতুন পদ্ধতিতে বিদ্যুৎ লাইন চালু করার জন্য। অবশেষে, ত্রিপুরার বর্তমান সরকারের চেষ্টায় কাঞ্চনমালা এলাকাবাসীদের দীর্ঘদিনের সেই বিদ্যুতের সমস্যার সমাধান হতে চলেছে। গত একমাস ধরে গোটা কাঞ্চনমালা এলাকায় কেবেল যুক্ত বিদ্যুতের লাইন দেওয়ার জন্য জোর কদমে কাজ শুরু হয়েছে। এই কেবেল যুক্ত বিদ্যুতের লাইন চালু করা হলে প্রচন্ড ঝড়-বৃষ্টি আসলেও এলাকায় বিদ্যুতের কোন সমস্যা দেখা দিবে না। এলাকায় খুব শীঘ্রই কেবেল যুক্ত বিদ্যুতের লাইন চালু হওয়ায় বর্তমান ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সকল এলাকাবাসী। #tripura #tripuranews #banglanews #newstoday #banglanewslive @ubanglatvofficial
What's Your Reaction?