Tripura | গাঁজা পাচার করতে গিয়ে পুলিশ এবং বিএসএফ জওয়ানদের হাতে আটক বাংলাদেশী যুবক | U Bangla TV
Tripura | গাঁজা পাচার করতে গিয়ে পুলিশ এবং বিএসএফ জওয়ানদের হাতে আটক বাংলাদেশী যুবক | U Bangla TV
আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল সিপাহীজলা ত্রিপুরা জেলা মধুপুর থানার পুলিশ এবং রাধানগর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং বিএসএফ জওয়ানদের কাছে খবর আসে রাধানগর ভারত - বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে গাঁজা পাচার হচ্ছে। এমন সময় পুলিশ এবং বিএসএফ জওয়ানরা গাঁজা পাচারকারীকে ধরার জন্য উৎ পেতে বসে থাকে। পরবর্তী সময়ে বাংলাদেশী এক যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে গাঁজা নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় পুলিশ এবং বিএসএফ জওয়ানরা বাংলাদেশী ওই যুবককে আটক করে মধুপুর থানায় নিয়ে আসে। জানা যায়, শফিক নামে বাংলাদেশী অপর গাঁজা পাচারকারী পুলিশ এবং বিএসএফ জওয়ানদের দেখে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ এবং বিএসএফ জওয়ানরা অপর এক বাংলাদেশী যুবককে আটক করে। ধৃত বাংলাদেশী গাঁজা পাচারকারীর নাম মোহম্মদ বাবু, বাবার নাম মোহাম্মদ রশিদ, বাড়ি বাংলাদেশ কসবা থানা অন্তর্গত চক বস্তা এলাকায়। জানা যায়, সিপাহীজলা ত্রিপুরা জেলা মধুপুর থানার অন্তর্গত হরিহরদোলা, রাধানগর এলাকার কিছু গাঁজা পাচারকারীরা আটককৃত ধৃত বাংলাদেশী গাঁজা পাচারকারীর সাথে সর্বদায় গাঁজা পাচার করে যাচ্ছে। আটককৃত ধৃত বাংলাদেশী গাঁজা পাচারকারী ভারতের কয়েকজন যুবকের নাম বলেছে যারা তার সাথে গাঁজা পাচারকারীর সাথে যুক্ত রয়েছে। পুলিশ সেই নামগুলি হাতে নিয়ে অভিযুক্ত গাঁজা পাচারকারীদের পুলিশের জালে তোলার জন্য ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। এদিকে মধুপুর থানার পুলিশ আটকৃত ধৃত বাংলাদেশী যুবকের বিরুদ্ধে মধুপুর থানায় একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে শনিবার ধৃত বাংলাদেশী যুবককে আদালতে সোপর্দ করেছে।
What's Your Reaction?