Tripura : ত্রিপুরায় গড়ে তোলা হবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সৌরভ গঙ্গোপাধ্যায় : U Bangla TV

Tripura : ত্রিপুরায় গড়ে তোলা হবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সৌরভ গঙ্গোপাধ্যায় : U Bangla TV

Dec 12, 2023 - 15:53
 0  7

দু'দিনের ত্রিপুরা সফরে আসলেন ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার সন্ধ্যা রাতে আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা আগরতলা রাজবাড়িতে চলে এসে ত্রিপুরা সরকারের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের যে চুক্তি হয়েছিলো তার ফাইল আদান প্রদান শেষে সাংবাদিক সম্মেলনে নিজের প্রতিক্রিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, শুধু পর্যটন নয়, প্রমোট করতে হবে ত্রিপুরার ক্রিকেটকে ও। ত্রিপুরায় একটি আন্তর্জাতিক ভালো স্টেডিয়াম গড়ে উঠুক তা তিনি চান। ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমে যদি ভারতীয় ক্রিকেট দল কিংবা বিশ্বের অন্যান্য ক্রিকেট দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে তাহলে ত্রিপুরায় কেনো পারবে না। তাই ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী'কে মঞ্চে বসিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন ত্রিপুরায় একটি আন্তর্জাতিক ভালো ক্রিকেট স্টেডিয়ামের প্রয়োজন। ত্রিপুরায় ক্রিকেটের উন্নতির জন্য প্রয়োজনে তিনি সহায়তার হাত বাড়িয়ে দেবেন। ত্রিপুরার উদীয়মান ক্রিকেটার মনিশঙ্কর মুড়াসিং এর প্রশংসা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং এবারের আইপিএল এ মনিশঙ্কর মুড়াসিং খেলবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় আরো বলেন, ১৯৮৮ সালে ত্রিপুরার মাটিতে তার খেলতে আসা। ওই সময় বাংলার হয়ে অনূর্ধ্ব- ১৯ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরায়। তাই এখন ত্রিপুরায় পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেকে গর্বিত মনে করেন। এটা তার কাছে বড় পাওনা বলে ও জানান তিনি। ১২ ডিসেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথমে গোমতী ত্রিপুরা জেলা ছবিমুড়া এরপর আগরতলা উজ্জয়ন্ত প্যালেস তথা রাজবাড়িতে ত্রিপুরার পর্যটনকে নিয়ে ভিডিও শুট করবেন। এরপর তিনি ত্রিপুরা থেকে কলকাতায় চলে যাবেন। ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রশংসায় এদিন পঞ্চমুখ হন সৌরভ গঙ্গোপাধ্যায়। #tripura #tripuranews #souravganguly #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow