Murshidabad : রাস্তা খারাপ,তাই গ্ৰামে আসেনা এম্বুলেন্স : U Bangla TV

Murshidabad : রাস্তা খারাপ,তাই গ্ৰামে আসেনা এম্বুলেন্স : U Bangla TV

Dec 12, 2023 - 16:00
 0  10

রাস্তা খারাপ,তাই গ্ৰামে আসেনা এম্বুলেন্স বা চারচাকা,তাই বাধ্য হয়ে স্ট্রেচারে চাপিয়ে কাঁধে করে গ্রামের অশুস্থ বাসিন্দাকে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছে ভবানন্দপুর গ্ৰামের বাসিন্দারা।প্রায় ১০ বছর ধরে মাটির রাস্তা তে হয় না কোন কাজ, বর্তমানে সাইকেল মোটরসাইকেল টুকুও চলে না এই রাস্তার উপর দিয়ে এই রাস্তাটি প্রধান রাস্তা হিসেবে ব্যবহার করতে হয় ভবানন্দপুর গ্রামের মানুষদের আর এই গ্রামের যেকোন বাসিন্দার শারীরিক অবনতি হলেই কার্যত এভাবেই কাউকে কাঁধে চাপিয়ে নয়তো কাউকে ট্রাক্টরে চাপিয়ে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রে। ছবিটি মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের হীজল গ্ৰাম পঞ্চায়েতের ভবননন্দ পুর গ্রামের গ্রামবাসীদের অভিযোগ ময়ূরাক্ষী নদীর পাশেই থাকা কান্দি ব্লকের এই গ্রামটির প্রধান রাস্তা থেকে গ্রামে প্রবেশের প্রায় তিন কিলোমিটার রাস্তা মাটির।প্রায় 10 বছর আগে এই রাস্তাতে একবারই মাটি পড়েছিল,আর তারপর থেকেই এই রাস্তার উপর দিয়ে রাজনৈতিক নেতৃত্বরা ভোটের সময় এই গ্রামে ভোট প্রচারে যাই এবং এই রাস্তাটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু যেই ভোট চলে যায় আর কেউ মনে রাখে না এই রাস্তার কথা।ব বার বিভিন্ন মহলে জানিও নাকি মেলেনা কোনো সুরাহা আর আজ ওই গ্রামেরই এক বাসিন্দা হঠাৎ অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসা করাতে কার্যত এভাবেই স্টেচারে চাপিয়ে কাঁধে করে ওই অশুস্থ রোগীকে চিকিৎসালয়ে নিয়ে যাচ্ছে গ্ৰামের অন্যান বাসিন্দারা #mursidabad #murshidabadnews #newstoday #westbengal #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow