Tripura : টু ইন টাওয়ারের আদলে বুড়ি ঘর তৈরিতে ব্যস্ত সপ্তম শ্রেণির এক ছাত্র : U Bangla TV
Tripura : টু ইন টাওয়ারের আদলে বুড়ি ঘর তৈরিতে ব্যস্ত সপ্তম শ্রেণির এক ছাত্র : U Bangla TV
টু ইন টাওয়ারের আদলে বুড়ি ঘর তৈরিতে ব্যস্ত সপ্তম শ্রেণির এক ছাত্র! বর্তমান আধুনিকতার যুগে গ্ৰামবাংলায় এক প্রকার বিলুপ্তির পথে ছন বাঁশের তৈরি "বুড়ি ঘর"। ইট পাথরের ব্যাস্ততম শহরে মানুষজন ভুলে গেছে সেই পৌষ মাস বা মকর সংক্রান্তি উপলক্ষে বুড়ি ঘরের ইতিহাস। শহরের আশপাশ এলাকায় প্রত্যক্ষ করা যায় না ছন বাঁশের তৈরি বুড়ি ঘর, কিন্তু শহরের উঠতি বয়সের যুবক-যুবতীরা আধুনিকতার সামিয়ানা দিয়ে ঘর তৈরি করে বনভোজনে মাতোয়ারা হয়ে উঠে। কিন্তু, ত্রিপুরা সানমুড়া এলাকায় প্রত্যক্ষ করা গেল, সপ্তম শ্রেণীর এক ছাত্র বুড়ি ঘর তৈরি করছে টু ইন টাওয়ারের আদলে। তার পাশাপাশি, বুড়ি ঘর তৈরি করতে ব্যস্ত ত্রিপুরার সকল কচিকাঁচারা। মানব জীবনে এই আনন্দ'টা হৃদয়কে চাঙ্গা করে তুলে, এবং আন্দোলিত করে তুলে। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?