Tripura : ছোট শিশুদের বুর্জ খলিফা : U Bangla TV

Tripura : ছোট শিশুদের বুর্জ খলিফা : U Bangla TV

Feb 14, 2024 - 16:26
 0  3

যুগল কিশোর নগর রায়পাড়ায় ছোট ছোট শিশুদের বুর্জ খলিফার আদলে বিদ্যার দেবী সরস্বতী পুজোর আরাধনা! বুধবার বিদ্যার দেবী সরস্বতী পুজো উপলক্ষে ত্রিপুরার আটটি জেলার বিভিন্ন জায়গায় দেবী সরস্বতী পুজোর আরাধনা করা হচ্ছে। ঠিক একইভাবে সিপাহীজলা ত্রিপুরা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যুগল কিশোর নগর রায়পাড়ায় বিদ্যার দেবী সরস্বতী পুজার আয়োজন করা হয়েছে। জানা গেছে, রায়পাড়ায় দীর্ঘ ১০ বছর ধরে বিদ্যার দেবী সরস্বতী পুজো হয়ে আসছে। আর এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। তবে, এই বছর রায়পাড়ার ছোট ছোট শিশুদের উদ্যোগে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে দেবী সরস্বতী পুজো। রায়পাড়ায় এই বছর দেবী সরস্বতী পুজোয় পাড়ার ছোট ছোট শিশুরা বেশ কিছুদিন আগে উদ্যোগ নেয় যে এই বছর তাদের পাড়ার সরস্বতী পুজো মানুষের কাছে আকর্ষণীয় পুজো হিসাবে তুলে ধরবে। তাই শিশুরা বুর্জ খলিফার আদলে দেবী সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি করেছে। এই পুজোর উদ্যোক্তা পাড়ার ছোট ছোট শিশুরা স্বল্প বাজেট নিয়ে বেশ আকর্ষণীয় করে তুলেছে এই বছরের সরস্বতী পুজো। জানা গেছে, গোটা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে এলাকার সবগুলি পুজো প্যান্ডেল থেকে রায় পাড়ার এই বুর্জ খলিফার আদলে পুজো প্যান্ডেলটি সবচেয়ে আকর্ষিত হয়েছে মানুষের কাছে। বুধবার সকালে এলাকার বিশিষ্ট সমাজসেবক অরচুৎ রায়, নিতাই শীল সহ পাড়ার অন্যান্য সমাজ সেবকরা ফিতা কেটে ছোট ছোট শিশুদের উদ্যোগে আকর্ষণীয় দেবী সরস্বতী পুজার উদ্বোধন করেন। অতিথিরা জানিয়েছেন, পাড়ার ছোট ছোট শিশুরা বেশ কয়েকদিন ধরেই দিনরাত পরিশ্রম করে অত্যন্ত উৎসাহের সহিত বুর্জ খলিফার আদলে দেবী সরস্বতী পুজোর প্যান্ডেল নির্মাণ করেছে। এতে এলাকার সমাজ সেবক থেকে শুরু করে সকল অংশের মানুষ অত্যন্ত খুশি এবং পুজোয় উপস্থিত অতিথিরা দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেছেন পাড়ার ছোট ছোট শিশুদের লেখাপড়া সহ তাদের জ্ঞান ও বুদ্ধিতে যেন আশীর্বাদ প্রদান করে। #newstoday #banglanews #tripura  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow