Tripura : সরকারি সাহায্যের আবেদন পান চাষীদের : U Bangla TV
Tripura : সরকারি সাহায্যের আবেদন পান চাষীদের : U Bangla TV
সরকারি সাহায্যের আবেদন পান চাষীদের!সিপাহীজলা ত্রিপুরা জেলা মেলাঘর মোহনভোগ আর.ডি. ব্লকের অন্তর্গত কামরাঙ্গাতলী এলাকায় বেশ কিছু পান চাষী রয়েছে। বিগত কুড়ি বছর ধরে পান চাষীরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন কমল ধর নামে এক পান চাষী। পান চাষীরা নিজস্ব উদ্যোগে বিগত কুড়ি বছর ধরে এই পান চাষ করে আসছেন বলে জানিয়েছেন তিনি। পান চাষী আরো জানিয়েছেন, সরকারের তরফ থেকে তাদের যদি কিছু সুযোগ সুবিধা দেওয়া হতো তাহলে পান চাষ করে আরেকটু লাভের মুখ দেখতো পারতো পান চাষীরা। আজ থেকে বিগত ছয় মাস আগে অকাল ঘূর্ণিঝড়ে কমল ধর নামে ওই পান চাষীর বিশাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত সেই পান চাষীকে পঞ্চায়েত থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু, আজ পর্যন্ত সেই পান চাষী পঞ্চায়েত থেকে কোন ক্ষতিপূরণ পাননি বলে ক্ষোভের সহিত জানিয়েছেন তিনি। ত্রিপুরা সরকারের কাছে কমল ধর নামে সেই পান চাষী আহ্বান জানিয়েছেন, সরকার যদি পান চাষীদের দিকে একটু সহানুভূতি হয়, তাহলে পান চাষীরা আরো ভালো করে পান চাষ করতে পারবে। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?