Murshidabad : মোদের গর্ব মোদের ভাষা : U Bangla TV
Murshidabad : মোদের গর্ব মোদের ভাষা : U Bangla TV
মোদের গর্ব মোদের ভাষা আ মরি বাংলা ভাষা। আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো বহরমপুর রবীন্দ্রসদন প্রেক্ষা-গৃহে। এদিনের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন চিন্তন প্রামাণিক শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে, এদিনের অনুষ্ঠান শুরু হয়। ছাত্র-ছাত্রী ও অসংখ্য সাংস্কৃতিক সংস্থার সৌজন্যে এদিনের এই অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। কবিতা আবৃত্তি, নৃত্য, গান পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক কর্মীবৃন্দরা। প্রসঙ্গত উল্লেখ্য,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন । ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে। #banglanews #murshidabad #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?