Tripura | কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে বাজার থেকে লক্ষ্মী মূর্তি কিনতে ব্যস্ত লোকজন | U Bangla TV
Tripura | কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে বাজার থেকে লক্ষ্মী মূর্তি কিনতে ব্যস্ত লোকজন | U Bangla TV
শনিবার গোটা রাজ্যের সাথে ত্রিপুরায় ও মহা ধুমধামে প্রত্যেক ঘরে ঘরে পালিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো। ধন এবং সম্পদের দেবী শ্রী শ্রী মহালক্ষ্মী পুজাকে কেন্দ্র করে জাতি, উপজাতি লোকেরা বিরামহীন ব্যস্ত। শুক্রবার থেকেই কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার খুব গরম। এমনই চিএ ধরা পড়ল আগরতলা শহর সহ গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে। তবে নিম্নবিত্ত শ্রেনীর মানুষের কাছে কপালে চড়ক গাছ উঠার মতো। কারন, অন্যান্য বছরের চাইতে এই বছর লক্ষ্মী প্রতিমা থেকে শুরু করে পুজোর আনুসঙ্গিক সমস্ত জিনিস পত্রের দাম লাগামহীন।গত বছর লক্ষ্মী মূর্তির দাম দুইশত টাকা ছিল। এবছর সেই লক্ষ্মী মূর্তির দাম দ্বিগুণ বেড়ে গেছে।যার ফলে মূর্তির বাজারে গিয়ে ও মূর্তি কেনার সাহস করতে পারছে না অনেকেই। তবে মূর্তি তো কিনতেই হবে,তাই অন্যান্য দিক দিয়ে খরচ কমিয়ে মূর্তি কিনছে অনেকেই।মেলাঘর থেকে অনেক মৃৎশিল্পী এসেছেন বাজারে লক্ষ্মী প্রতিমা নিয়ে বিক্রির জন্য। মেলাঘরের লক্ষ্মী প্রতিমা অন্যান্য জায়গার থেকে সুন্দর বলে অনেকের অভিমত। কাঁচা জিনিসের দাম চড়া হওয়ার কারনে লক্ষ্মী প্রতিমার দাম বেঁড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। কোজাগরী লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে আগরতলা শহর সহ গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে বাজি ব্যবসায়ীরা রাস্তার ধরে বাজি বিক্রি করতে বসেছে । কোজাগরী লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বাড়িঘরের মা- বোনেরা সবাই ব্যস্ত ধনদেবী লক্ষ্মী পুজোকে ঘিরে।
What's Your Reaction?