Tripura | আগরতলা জিবিপি হাসপাতালে ভয়ঙ্কর কান্ড | U Bangla TV
Tripura | আগরতলা জিবিপি হাসপাতালে ভয়ঙ্কর কান্ড | U Bangla TV
প্রায় প্রতিদিন সংবাদ শিরোনামে উঠে আসছে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালের নাম। এবার আগরতলায় জিবিপি হাসপাতালে ঘটে গেল ভয়ঙ্কর কান্ড। দুর্ঘটনায় গুরুতর আহত রোগীর শরীরে দেওয়া হলো মেয়াদোত্তীর্ণ রক্ত। এই ঘটনার খবর চাউর হতেই আগরতলা জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে রোগীর পরিজনদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে ডাক্তার এবং নার্সরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে বাঁধাদান করে বলে অভিযোগ উঠেছে। রোগীর পরিজনরা জানিয়েছেন, সিপাহীজলা ত্রিপুরা জেলা নলছড় এলাকার শিল্পী ভৌমিক নামে এক মহিলা দুর্ঘটনায় আহত হন। তখন উনাকে চিকিৎসার জন্য আগরতলায় জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করানোর পরে কর্তব্যরত চিকিৎসক রোগীর পরিজনদের বলেন রোগীর শরীরে রক্ত লাগবে। তখন রোগীর প্রয়োজনরা আগরতলা জিবিপি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত এনে চিকিৎসকের কাছে দেয়। আর চিকিৎসক সেই রক্ত রোগের শরীরে দিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই রোগীর পরিজনরা দেখতে পায় মেয়াদোত্তীর্ণ রক্ত তাদের রোগীর শরীরে দেওয়া হয়েছে। তখন রোগীর প্রয়োজনরা ব্লাড ব্যাঙ্কে গেলে ব্লাড ব্যাঙ্কের কর্মীরা রোগীর পরিজনদের বলে তারা ঠিক রক্তই দিয়েছে। এই ঘটনায় রোগীর পরিজনরা আগরতলা জিবিপি হাসপাতালের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন
What's Your Reaction?