Malda | রাত পোহালেই মা লক্ষী পুজো ফলের দোকানে আকাশছোঁয়া ফলের দাম মাথায় হাত ক্রেতাদের | U Bangla TV
Malda | রাত পোহালেই মা লক্ষী পুজো ফলের দোকানে আকাশছোঁয়া ফলের দাম মাথায় হাত ক্রেতাদের | U Bangla TV
দুর্গাপুজোর রেস কাটতে না কাটতেই মা লক্ষ্মীর আগমন। রাত পোহালেই শ্রী শ্রী মা লক্ষী দেবী আরাধনায় মেতে উঠবে হিন্দু ধর্মীয় সকল ভক্তরা । আর পুজোই পূজই ফলের দাম হয়েছে আকাশ ছোঁয়া মাথায় হাত ক্রেতাদের। বাড়ি থেকে সর্বজনীন গ্রাম থেকে শহর সব জায়গাতেই ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে। যেমন করেই হোক ছোট বড় নানান আকৃতির প্রতিমা সবারই প্রয়োজন হলের দামের সাথে সাথে বিগত বছরের তুলনায় এ বছর প্রতিমার দামো কিন্তু দ্বিগুণ রয়েছে। মালদা জেলার গাজোলের ভিতর বাজারে লক্ষ্মী পূজোর ফল কিনতে এসে ক্রেতারা বলেন। পূজোর সামগ্রী কিনতে এসে পকেটে পড়লো টাকা পয়সার টান , বাঙ্গালীদের ১২ মাসে ১৩ পর্বন কথিত আছে তাই মা শ্রী শ্রী লক্ষ্মী পূজো হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজিত হয়ে থাকে , আমরা সবাই জানি মা লক্ষ্মী সুখ শান্তি সমৃদ্ধি ও ধনোদেবী। শ্রী শ্রী মা লক্ষীর আরাধনায় বেশ ভক্তিভরেই করে থাকেন প্রত্যেকটি বাঙালি। বাঙালি হিন্দু ধর্মীয় লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে ঘরে ঘরে নারকেলের নাড়ু থেকে বিভিন্ন ধরনের নাড়ু মুরগি মোওয়া বানিয়ে থাকেন। ধুমধাম এর মধ্যে দিয়ে শ্রী শ্রী মা লক্ষ্মী দেবীর পূজো হয়ে থাকেন সকল গিরস্থের বাড়িতে
What's Your Reaction?