Tripura : কচিকাঁচাদের শিক্ষাদানের বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি

Tripura : কচিকাঁচাদের শিক্ষাদানের বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি

Jul 18, 2023 - 18:33
 0  2

প্রাক প্রাথমিক স্তরের কচিকাঁচাদের শিক্ষাদানের বিষয়ের উপর মঙ্গলবার থেকে শিক্ষকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিকর্তার অধীন প্রি-প্রাইমারী সেল এই কর্মসূচির আয়োজন করেছে। আগরতলা কুঞ্জবনস্থিত এসসিইআরটি কার্যালয়ে ১৮ জুলাই থেকে ২৪শে জুলাই এই পাঁচদিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এর উদ্বোধন করেন ত্রিপুরার শিক্ষা দপ্তরের সচিব শরবিন্দু চৌধুরী। তিনি জানান ,দেশের নতুন শিক্ষানীতি অনুসারে ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শাখা চালু করা হয়েছে । এই প্রি-প্রাইমারি শাখায় কচিকাঁচাদের পঠন-পাঠনে নতুন ভাবনা সংযোজন করা হয়েছে,। এই বিষয়েই ৫ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি । এই কর্মসূচিতে ৬৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন ত্রিপুরার শিক্ষা দপ্তরের সচিব শরবিন্দু চৌধুরী। #breakingnews #newstoday #tripura #tripuranews #newslive #banglanews #todaybreaking  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow