Tripura : ১১ টি পরিবারকে উচ্ছেদের নোটিশের ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা : U Bangla TV

Tripura : ১১ টি পরিবারকে উচ্ছেদের নোটিশের ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা : U Bangla TV

Dec 30, 2023 - 16:29
 0  2

ফরেনসিক সায়েন্স কলেজ স্থাপনের নামে জনজাতি ১১ টি পরিবারকে উচ্ছেদ নোটিশ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে জনজাতি মানুষদের মধ্যে। জানা গেছে, পশ্চিম ত্রিপুরা জেলার শ্রীনগর থানার অন্তর্গত হরিরাই পাড়া এলাকায় ৫৭ টি পরিবারের উপজাতি অংশের গরিব মানুষ বসবাস করে আসছে দীর্ঘ অনেক বছর ধরে। ১৯৯৫ সালে এন আর ই সি টি- এর পক্ষ থেকে ওই উপজাতি অংশের গরিব পরিবারগুলিকে বিভিন্ন সুবিধা প্রদান করে, যাতে করে তারা তাদের পরিবারের লোকজনদের নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করতে পারে। সরকারি এন আর ই টি সি অনুমোদন পেয়ে তারা তাদের জীবন-জীবিকা নির্বাহ করে চলেছে। ঠিক একই মধ্যে ওই এলাকায় ফরেনসিক সায়েন্স কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এডিসি প্রশাসনকে না জানিয়ে হঠাৎ এভাবে গরিব উপজাতি অংশের ১১ টি পরিবারের লোকজনদের উচ্ছেদের নোটিশ জারি করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে। যদিও ১১ পরিবারের উপজাতি অংশের লোকজন প্রশাসনের দেওয়া এই নোটিশের প্রতিবাদ জানাতে শুরু করেছে। তাদের দাবি, সরকারি অনুমোদন পাওয়া তাদের একমাত্র উপার্জনের রাবার বাগান কোনো মতেই ছাড়তে পারবে না। এমনকি, হঠাৎ করে তারা তাদের বাসস্থানও এইভাবে ছেড়ে যেতে পারবে না। প্রয়োজনে তারা রক্ত দিতেও রাজি আছেন এমনটাই অভিমত জানালেন ভুক্তভোগী উপজাতি অংশের লোকজন। তাদের দাবি, সরকার যেন তাদেরকে ঠিক আগের মতই এই এলাকায় বসবাস করার সুযোগ করে দেন। যে সমস্ত পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হলো উনারা হলেন (১) রবি দেববর্মা(২)বুধু কুমার দেববর্মা(৩) বিশু দেববর্মা(৪) বিশাল দেববর্মা(৫) বিশু দেববর্মা(৬)সৌয়ারী দেববর্মা(৭)সুবিত্র দেববর্মা(৮) মুনাই দেববর্মা(৯)কনয়পতি দেববর্মা(১০) মঙ্গল দেববর্মা(১১) বংশী দেববর্মা।জানা যায়, গত ২৯ শে নভেম্বর ২০২৩ সালে প্রথম তাদেরকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপর তারা আইনি পদক্ষেপ গ্রহণ করে। তারপর দ্বিতীয় নোটিশ তাদেরকে দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের ১৮ তারিখ। নোটিশে বলা হয়েছে হয়েছে ২৬ শে ডিসেম্বর ২০২৩ সালের মধ্যে ১১ টি জনজাতি পরিবারকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। #tripura #tripuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow