Sonarpur : একক প্রচেষ্টায় পলিব্যাগ ব্যাবহারে সতর্ক বার্তা দিচ্ছেন এক ব্যক্তি
Sonarpur : একক প্রচেষ্টায় পলিব্যাগ ব্যাবহারে সতর্ক বার্তা দিচ্ছেন এক ব্যক্তি
পলিব্যাগ ব্যবহার নিয়ে সোনারপুরের এক অবসরপ্রাপ্ত ব্যক্তি নিজের একক প্রচেষ্টায় আর্ট পেপারে লেখা ও অঙ্কনের মাধ্যমে তিনি গলায় ঝুলিয়ে স্টেশন বাজার ও ব্যস্ততম এলাকায় তিনি ঘুরবেন বলে জানিয়েছেন। এর মধ্যে কয়েকদিন তিনি স্টেশন বাজারে ঘুরেছেন কিন্তু তিনি চাইছেন। শুধু সোনারপুরের এলাকার মধ্যে নয়। কলকাতা সহ বিভিন্ন ব্যস্ততম শহরের এলাকায় ঘনবসতিপূর্ণ নিয়ে বসবেন যাতে মানুষ এটা এই দেখা দেখে বুঝতে পারে বা অঙ্কন দেখে বুঝতে পারে যেটা সত্যি প্লাস্টিক ব্যবহার করা যাবে না বিশেষ করে যদি প্লাস্টিক ব্যবহার করতে হয় তাহলে ১২০ মাইক্রন এর কাছে প্লাস্টিক ব্যবহার করতে হবে। কারণ এখন থেকে যদি আমরা এই ১২০ মাইক্রন এর নিচে প্লাস্টিক ব্যবহার করি সেখানে সরকার ফাইন করে সেই সমস্ত এলাকা থেকে কিন্তু সেটা বেশি দিনের জন্য স্থায়ী থাকেনা আবার প্লাস্টিকে ভরে যায় বিভিন্ন এলাকায় সেখানে একটা আবর্জনা তৈরি হয়ে যায়। যার ফলে সরকারি প্রচেষ্টা কিন্তু সেই বিফলে থেকে যায়। তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি জনসাধারণ এটাকে ভেবে তারা বাড়িতে বা বাজারে সচেতনতা বাড়াবে নিজের অথবা অন্যকে সাহায্য করতে। #breakingnews #newstoday #sonarpur #westbengal #newslive #banglanews #todaybreaking @ubanglatvofficial
What's Your Reaction?