Tripura : বিভিন্ন রকমের পিঠে বানিয়ে প্রভু জগন্নাথের কাছে নিবেদন : U Bangla TV

Tripura : বিভিন্ন রকমের পিঠে বানিয়ে প্রভু জগন্নাথের কাছে নিবেদন : U Bangla TV

Feb 5, 2024 - 13:05
 0  6

পৌষ মাসে আমাদের সকলের ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠে তৈরি করা হয় । তারই অঙ্গ হিসেবে আগরতলা ধলেশ্বর স্থিত হরেকৃষ্ণ মন্দিরে বিভিন্ন রকমের পিঠে বানিয়ে প্রভু জগন্নাথ,বলরাম, এবং সুভদ্রা'র নিকট নিবেদন করে পিঠেপুলি উৎসব উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা হরেকৃষ্ণ মন্দিরের সদস্য প্রভু জে. এস দাস, পদ্মশ্রী প্রাপ্ত শান্তি কালী আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা, আগরতলা ইসকন মিশনের মহারাজ সহ অন্যান্য ভক্তবৃন্দরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন, এই পিঠে পুলি উৎসবটির একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে পিঠে পুলির প্রতি মানুষের রুচি বাড়ানো । বর্তমান যুগের ছেলেমেয়েরা বিদেশী খাবার খেতে খুব পছন্দ করে।যা মোটেও স্বাস্থ্যকর নয়, বরং আমাদের দেশীয় খাবার অর্থাৎ পিঠে পুলি খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু। তাই এই পিঠে পুলি উৎসবের মাধ্যমে জনগণের মধ্যে দেশীয় খাবারের প্রতি উৎসাহ বৃদ্ধি করাই আগরতলা হরেকৃষ্ণ মন্দিরের মুখ্য উদ্দেশ্য। ছোট ছোট ছেলেমেয়েরা বাড়িতে তৈরি বিভিন্ন সুস্বাদু পিঠেগুলি খাবে এটাই তাদের লক্ষ্য। #tripuranews #tripura #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow