South 24pgs : গঙ্গাসাগর পৌঁছতে এবার বিলাসবহুল ক্রুজ পরিষেবা :U Bangla TV
South 24pgs : গঙ্গাসাগর পৌঁছতে এবার বিলাসবহুল ক্রুজ পরিষেবা :U Bangla TV
বিলাসবহুল ক্রুযে এবার নিমেষেই গঙ্গাসাগর পৌঁছতে পারবেন আপনি, সপ্তাহে ৭ দিনই থাকছে এই ক্রুজ পরিষেবা। দক্ষিণ চব্বিশ পরগনা। সামনেই গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই জোর কদমে সেই মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। তবে মেলা শুরুর আগেই পুন্যারথিদের জন্য রয়েছে সুখবর। গঙ্গাসাগর মেলার আগেই বুধবার উদ্বোধন হলো ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়া পর্যন্ত বিলাসবহুল ক্রুজ পরিষেবা। যার ফলে গঙ্গাসাগর যাওয়া অনেকটাই সহজ হবে পুণ্যার্থীদের জন্য।অনেক আগেই শুরু হয়েছিল এই বিলাসবহুল ক্রুজ পরিষেবার ট্রায়াল রান। ডায়মন্ড হারবার পুরসভা ও অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে এই পরিষেবার উদ্বোধন করা হয়। গঙ্গাসাগর মেলা উপলক্ষে বর্তমানে সপ্তাহে ৭ দিনই এই ক্রুজ পরিষেবা পাওয়া যাবে ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে। প্রতিদিন সকাল ৯:৩০ মিনিটে ক্রুজ ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে ছাড়বে। তবে গঙ্গাসাগর মেলার কটা দিন ১৩ জানুয়ারি থেকে ১৬ ই জানুয়ারি সকাল ৮:৩০ মিনিট থেকে ৪ ঘন্টা অন্তর দিনে ৩ বার এই পরিষেবা পাওয়া যাবে বলে জানান ক্রুজ কর্তৃপক্ষ। অবশ্য অন্যান্য সময়ের থেকে ভাড়া একটু বেশি থাকবে গঙ্গাসাগর মেলাতে। ওয়ান ওয়ে টিকিট পরিষেবা ১৬০০ টাকা এবং টু ওয়ে টিকিট একসাথে কাটলে ৩হাজার টাকা এমনটা জানানো হয় কর্তৃপক্ষের তরফ থেকে। গঙ্গাসাগর মেলার ৪ টি দিন বাদ দিয়ে ক্রুজের টিকিট মূল্য থাকবে প্রিমিয়াম শ্রেণির জন্য ৬৩০ ও ইকোনমি শ্রেণির জন্য ৫৩০ টাকা। ক্রুজ পরিষেবার টিকিট অনলাইনে সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে এমনকি অফলাইনেও পাওয়া যাবে বলে জানান কর্তৃপক্ষ। অনেক কম সময়ে অনেক কম খরচে এবার গঙ্গাসাগর যাত্রা ডায়মন্ডহারবার থেকে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে, ডায়মন্ড হারবারের মুকুটে নতুন পালক জুড়লো। অবশ্য গঙ্গাসাগর মেলার আগে এই পরিষেবা চালু হওয়াতে অনেকটা খুশি পূর্ণার্থীরা। ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে এই ক্রুজ পরিষেবা পেয়ে খুশি পর্যটক থেকে শুরু করে পুন্যারথিরা সকলেই।#south24pargana #south24pargananews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?