Tripura : ত্রিপুরার সর্বত্র চলছে বিভিন্ন ধরনের আবির দিয়ে হোলি খেলা : U Bangla TV
Tripura : ত্রিপুরার সর্বত্র চলছে বিভিন্ন ধরনের আবির দিয়ে হোলি খেলা : U Bangla TV
দোলের উৎসব হোলিকে কেন্দ্র করে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের সর্বত্র চলছে বিভিন্ন ধরনের আবির দিয়ে হোলি খেলা। হোলিকে কেন্দ্র করে ধলাই ত্রিপুরা জেলা আমবাসায় শিক্ষক স্বপন নমঃ এর উদ্যোগে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় হোলি উৎসব। এই হোলি উৎসবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সমবেত হয়ে বিভিন্ন ধরনের আবির এক অপরের মুখে দিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। হোলি খেলার পাশাপাশি বিভিন্ন গানের তালে তালে ছাত্র-ছাত্রীরা নৃত্য পরিবেশন করে। সবশেষে পিরামিড গঠন করে হাড়ি ভেঙ্গে দোল উৎসবের সমাপ্তি হয়। শিক্ষক স্বপন নমঃ বলেন, সবার মধ্যে শান্তি-সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্ব স্থাপন করার অন্যতম দৃষ্টান্ত হলো দোল উৎসব। দোল উৎসবকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।#tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?