Nadia : ক্রসিং করে দেওয়ার দাবি এলাকাবাসীর : U Bangla TV

Nadia : ক্রসিং করে দেওয়ার দাবি এলাকাবাসীর : U Bangla TV

Mar 27, 2024 - 12:32
 0  6

কৃষ্ণনগর থেকে আমগাটা নতুন রেললাইন তৈরির কারণে রেল কর্তৃপক্ষের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াতের প্রধান রাস্তা। সমস্যায় নদীয়ার নবদ্বীপের শরৎপল্লী এলাকার প্রায় দুই হাজার মানুষ। রাস্তার প্রধান মুখ বন্ধ না করে একটি ক্রসিং করে দেওয়ার দাবিতে এদিন রেললাইনের ওপর বিক্ষোভ দেখাতে শুরু করল শরৎপল্লী এলাকার বাসিন্দারা। উল্লেখ্য দ্রুত গতিতে চলছে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত নতুন রেল লাইন তৈরির কাজ। সেই কারণেই রেল কর্তৃপক্ষের তরফে গার্ড ওয়াল দিয়ে বন্ধ করা হয়েছে বিভিন্ন রাস্তার মুখ। শরৎপল্লী এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা আমগাটা রোড। এখান থেকে প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। শুধু তাই নয় হাসপাতাল থেকে শুরু করে স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের রাস্তা ওই একটি। তারা যদি নবদ্বীপ রোডে না উঠতে পারে তাহলে সমস্যায় পড়বে আগামী দিনে। বিক্ষোভকারীদের দাবি রেল কর্তৃপক্ষের তরফে একটি সার্ভিস রোড তৈরি করল তা এখনো সম্পূর্ণ করতে পারেনি। শুধু তাই নয় রেললাইনের পাশে যে ড্রেন তৈরির কাজ শুরু হয়েছিল সেটাও এখনো অসমাপ্ত হয়ে রয়েছে। তার আগেই এই গার্ড ওয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন তারা। শরৎপল্লী বাসিন্দাদের অভিযোগ অবিলম্বে সার্ভিস রোডের কাজ সম্পন্ন করে একটি ক্রসিং করে দিতে হবে। যাতে তারা ঠিকভাবে চলাচল করতে পারে। #newstoday #banglanews #nadia #nadianews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow