Tripura | অভিনব পদ্ধতিতে নেশা দ্রব্য পাচার করতে গিয়ে আটক দুই নেশা পাচারকারী | U Bangla TV
Tripura | অভিনব পদ্ধতিতে নেশা দ্রব্য পাচার করতে গিয়ে আটক দুই নেশা পাচারকারী | U Bangla TV
ত্রিপুরার প্রতিবেশী রাজ্য অসম থেকে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট নিয়ে সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার পথে উত্তর ত্রিপুরা জেলা চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে আটক হয় দুই কুখ্যাত নেশা পাচারকারী সহ ৫০ লক্ষাধিক টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট। গোপন খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে কুখ্যাত নেশা পাচারকারীদের ধরার জন্য উৎ পেতে বসে থাকেন চুরাইবাড়ি স্কুল সংলগ্ন এলাকায়। আর এতেই আসে সাফল্য। পুলিশ তল্লাশিতে টি আর ০১ বি ডব্লিউ ০৩০১ নম্বরের একটি হোন্ডাই কোম্পানির বিলাস বহুল গাড়ি আটক করে তল্লাশি চালালে গাড়টির বিভিন্ন গোপন ক্ষোপ থেকে বেরিয়ে আসে ২০,০০০ হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট । যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা।সাথে আটক করা হয় কুখ্যাত নেশা কারবারী ৩৪ বছরের আবুল বাসা, বাবার নাম বিল্লাল মিয়া, বাড়ি- সিপাহীজলা ত্রিপুরা জেলা কাঠালিয়া থানা এলাকার যাত্রাপুর এলাকায়। ও ৩৫ বছরের জসিম মিয়া, বাবার নাম- আলকাছ মিয়া, বাড়ি - সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া এলাকায়।জানা গেছে, গাড়িটি ত্রিপুরার প্রতিবেশী রাজ্য অসম থেকে সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এই নেশা পাচারকাণ্ডে পুলিশ ধৃত দুই কুখ্যাত নেশা পাচারকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশি প্রক্রিয়া শেষে ধৃত দুজন কুখ্যাত নেশা কারবারীকে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?