সরকারি কাজ করেও মিলছে না টাকা

Apr 14, 2023 - 18:30
 0  1

২০২০-২১ অর্থবর্ষ অনুযায়ী সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় ব্লকের অন্তর্গত গোপিনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ২ টি অঙ্গনওয়াড়ি সেন্টার, কসবা গ্রাম পঞ্চায়েত এলাকার ১ টি অঙ্গওয়ারী সেন্টার সহ এইভাবে বিশালগড় আর. ডি. ব্লকের অন্তর্গত মোট ৯ টি অঙ্গনওয়ারী সেন্টারের মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছিল। অঙ্গনওয়াড়ি সেন্টারের এই মেরামতের কাজগুলি স্থানীয় ঠিকেদাররা কাজের বরাদ্দ পেয়ে রীতিমত বিশালগড় ব্লকের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে বিল জমা দেয়। কিন্তু আজ এক বছরের উপরে হয়ে গেলেও ঠিকেদারেরা এখনো পর্যন্ত তাদের কাজের সেই ন্যায্য টাকা পায়নি। যার ফলে ঠিকেদারেরা বিশালগড় আর.ডি.ব্লকের বিডিও সহ সিপাহীজলা ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক এবং বিশ্রামগঞ্জস্থিত সিপাহীজলা ত্রিপুরা জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছেও যায়। কিন্তু সবাই ঠিকেদারদের সময়ের পর সময় বেঁধে দিচ্ছে কিন্তু তারপরেও তাদের কাজের সেই ন্যায্য টাকা মিলছে না বলে অভিযোগ। অভিযোগ বিশ্রামগঞ্জস্থিত সিপাহীজলা ত্রিপুরা জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সেই কাজের টাকা নিয়ে বিভিন্ন তালবাহানা করছে বলে অভিযোগ। তাদের বক্তব্য দপ্তরের কাছে যদি কোন টাকায় না থাকে তাহলে কেন শুধু শুধু তাদেরকে দিয়ে অঙ্গনওয়ারী সেন্টারের মেরামতের কাজ করানো হলো। ঠিকেদারদের আরো অভিযোগ এটা তাদের সাথে রীতিমতো দপ্তরের প্রতারণা করা হচ্ছে । তাই ঠিকেদারেরা নিরুপায় হয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা ঘটনাটি তুলে ধরেন এবং সিপাহীজলা ত্রিপুরা জেলার জেলাশাসকের কাছে দাবি জানিয়েছেন, জেলাশাসক যেন খুব শীঘ্রই তাদের কাজের সেই ন্যায্য পাওনা টাকা মিটিয়ে দিতে ব্যবস্থা গ্রহণ করেন। #youtube #tripura #tripuranews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow