Tripura: অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন মেয়র দীপক মজুমদার | U Bangla TV
Tripura: অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন মেয়র দীপক মজুমদার | U Bangla TV
আগরতলা শহরের সার্বিক উন্নয়নে পেশ করা হলো আগরতলা পুর নিগমের পূর্ণাঙ্গ বাজেট। আগরতলা সিটি সেন্টারস্থিত পুর নিগমের কনফারেন্স হলে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও সব কয়টি ওয়ার্ডের কর্পোরেটর সহ আগরতলা পুর নিগমের কমিশনার ড:শৈলেশ কুমার যাদবের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন মেয়র দীপক মজুমদার। এবার ও প্রস্তাবিত বাজেটে রয়েছে ঘাটতি। মোট ৩৯৭ কোটি টাকার বাজেটে ঘাটতি ৫৫ লক্ষ ২২ হাজার টাকা। আগামীদিন ট্যাক্স আদায়ের মধ্য দিয়ে পূরণ করা হবে এই ঘাটতি। প্রস্তাবিত এই ঘাটতি বাজেট কর্পোরেটরদের আলোচনাক্রমে আগামী ১০ আগস্ট গ্রহণ করা হবে। আগরতলা পুর নিগমের পূর্ণাঙ্গ বাজেট পেশ করে মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ভারতবর্ষের স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষ্যে এবছর পুর নিগম এলাকায় স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে তাদেরকে ও তাদের পরিবারকে ১০ শতাংশ ট্যাক্স ছাড় দেওয়া হবে। পাশাপাশি এবছর ত্রিপুরা আগরতলা পুর নিগমের উদ্যোগেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে স্বাধীনতা দিবস বললেন মেয়র দীপক মজুমদার। @ubanglatvofficial
What's Your Reaction?