Tripura : হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি : U Bangla TV
Tripura : হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি : U Bangla TV
হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি!বর্তমান আধুনিকতার যুগে গ্রাম বাংলার এক প্রকার বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ঢেঁকি। একটা সময় ছিল যখন গ্রাম-বাংলায় পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির দিনে ধান ভানার একমাত্র যন্ত্রই ছিল ঢেঁকি।চালের গুঁড়া করার জন্য আগে ঢেঁকিই ছিল একমাত্র মাধ্যম। রাতের পর রাত জেগে ঢেঁকিতে ধান ভানার পর প্রাণখোলা হাসি হাসত গ্রামের বধূরা। কালের বিবর্তনে আর যান্ত্রিক সভ্যতার আগ্রাসনে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী ঢেঁকি আজ বিলুপ্তির পথে বলে জানিয়েছেন ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী খয়েরপুর চাম্পামুড়া গ্রামের মহিলারা। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?