Alipurduar : কালজানি নদী দূষন প্রতিরোধে এফ আই আর করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা : U Bangla TV

Alipurduar : কালজানি নদী দূষন প্রতিরোধে এফ আই আর করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা : U Bangla TV

Jan 14, 2024 - 17:57
 0  1

:আলিপুরদুয়ার শহরের প্রানকেন্দ্রে অবস্থিত কালজানি নদী দূষিত হচ্ছে।এই দূষন প্রতিরোধে এবার দুষ্কৃতীদের বিরুদ্ধে এফ আই আর করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।রবিবার আলিপুরদুয়ার থানায় এফ আই আর এর পর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের কালজানি নদীতে সাফাই অভিযানে নামে ওই সংস্থার কর্মীরা।কালজানি নদীতে থার্মোকল,প্লাস্টিক, কারখানার নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। এখন আলিপুরদুয়ার শহরের ডাম্পিং গ্রাউন্ডে পরিনত হয়েছে কালজানি নদী।পুরসভার অন্তর্ভুক্ত হলেও পুরসভা সেদিকে কোন উদ্যেগ আজ পর্যন্ত নেয়নি।ছট পুজোর পর ঘাট গুলি কোনরকম পরিস্কার করে পুরসভা। তারপর সারা বছর শহরের নোংরা আবর্জনা গিয়ে পড়ে নদীতে।যদিও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থপ্রতিম মন্ডল জানিয়েছেন,পুরসভা থেকে তো পরিস্কার করা হয়।একটি সংস্থা সাফাই অভিযান শুরু করেছে।তারা ও কালজানিকে দুষন মুক্ত করতে উদ্যেগী হবেন।এদিন ওই সংস্থার কর্মীরা কালজানি নদী থেকে থার্মোকল,প্লাস্টিক, নোংরা আবর্জনা পরিস্কার শুরু করে।আলিপুরদুয়ার নদীমাতৃক এলাকা।নদীকে বাঁচাতে তাই অভিনব উদ্যেগ নিয়েছে ওই সংস্থা।সংস্থার কর্মকর্তা রাতুল বিশ্বাস বলেন,আলিপুরদুয়ার এর কালজানি নদী বিপজ্জনক ভাবে দূষিত হয়েছে।নোংরা আবর্জনায় ভরে গেছে।আজ এফ আই আর করলেন। এরপর নদী দূষন কারা করছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। এছাড়া বে আইনি ভাবে বালি পাথর খনন হচ্ছে এর সমালোচনা করেন রাতুল বাবু।নদীকে আপন মনে বইতে দিতে হবে।নদীকে দূষন মুক্ত রাখতে হবে।এরপর নদী যারা দূষিত করছে তাদের নামে এফ আই আর হবে।এবং কালজানিকে বাঁচাতে বড় ধরনের আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন রাতুলবাবু। #alipurduar #alipurduarnews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow