Tripura : রোগীর ছেলের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে : U Bangla TV
Tripura : রোগীর ছেলের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে : U Bangla TV
আগরতলা আইজিএম হাসপাতালে এক রোগীর ছেলের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে!কথায় আছে ডাক্তাররা ভগবানের আরেক রূপ। কিন্তু এবার আগরতলা আই জি এম হাসপাতালের কর্মরত চিকিৎসক স্বস্তি চন্দ্র সাহার বিরুদ্ধে এক রোগীর সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল। আগরতলা জয়নগর এলাকার বাসিন্দা বন্দনা দাস বুকে ব্যথা নিয়ে আগরতলা আইজিএম হাসপাতালে ভর্তি হন। তখন রোগীর ছেলে চিকিৎসক স্বস্তি চন্দ্র সাহাকে রোগীকে ইসিজি করানোর জন্য জিজ্ঞেস করলে, চিকিৎসক স্বস্তি চন্দ্র সাহা বলেন, রোগীকে ইসিজি করাতে হবে না, ইসিজি করানোর মতো আগরতলা আইজিএম হাসপাতালে কোন কর্মী নেই। এই নিয়ে রোগীর পরিবারের সাথে চিকিৎসক স্বস্তি চন্দ্র দাস খারাপ ব্যবহারে লিপ্ত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা পশ্চিম থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রোগী বন্দনা দাসকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুধুমাত্র চিকিৎসকের গাফিলতির কারণে রোগী হস্তান্তরের ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই আগরতলা আইজিএম হাসপাতালে চাঞ্চল্য দেখা দেয় হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা অন্যান্য রোগী ও তার পরিজনদের মধ্যে। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?