Tripura : শিব -গৌরীর গাজন নৃত্য আগরতলায় : U Bangla TV

Tripura : শিব -গৌরীর গাজন নৃত্য আগরতলায় : U Bangla TV

Mar 19, 2024 - 16:58
 0  1

বাংলা বছরের শেষ দিনে বিভিন্ন এলাকায় চৈত্র সংক্রান্তি উৎসব হয়। শিব - গৌরী সেজে নেচে - গেয়ে বিদায় দেওয়া হয় পুরনো বছরকে। গা’ বলতে গ্রামকে বোঝায়। আর ‘জন’ বলতে বোঝায় জনসাধারণ। গ্রামীণ জনসাধারণের উৎসবের পরিপ্রেক্ষিতে এর নাম হয়েছে গাজন উৎসব। গাজন উৎসবের দিন শিবের সঙ্গে কালীর বিবাহ হয়। আর গাজন সন্ন্যাসীরা হলেন বরপক্ষ। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর উৎসবের সঙ্গে শিবের গাজন শেষ হয়। এই গাজন তথা চরক উৎসবকে কেন্দ্র করে বাড়ি বাড়ি এক মাস ব্যাপী শিব এবং গৌরী সেজে ঢাকের তালে তালে নৃত্য করে খাবার সংগ্রহ করে। এই একমাস ব্যাপী তারা নিরামিষ আহার করে। পরবর্তীতে চৈত্র সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয় চড়ক পুজো। মঙ্গলবার ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে দেখা গেল শিব - গৌরীর গাজন নৃত্য। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow