Tripura : জুম চাষ ত্রিপুরা রাজ্যের মানুষের উপার্জনের অন্যতম একটি মাধ্যম
Tripura : জুম চাষ ত্রিপুরা রাজ্যের মানুষের উপার্জনের অন্যতম একটি মাধ্যম
খোয়াই ত্রিপুরা জেলা মুঙ্গিয়াকামী প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের জুমিয়ারাও সমতলের বা গ্রামাঞ্চলের কৃষকদের মত অন্নদাতা। জুম চাষ ছোট্ট পাহাড়ি ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকার জনজাতি অংশের মানুষের উপার্জনের অন্যতম একটি মাধ্যম বলা চলে। কাজেই জুম চাষাবাদের ক্ষেত্রেও সরকারি সাহায্য সহায়তা প্রয়োজন। বৈশাখের শুরুতে আংশিক বৃষ্টিপাতের ছোঁয়া পেয়ে প্রত্যন্ত এলাকার জুমচাষের টিলাভূমি উর্বর হয়ে ওঠে। যদিও এবছর প্রকৃতি একটু বিমুখ। তার পরেও বৈশাখের শেষে অল্প বৃষ্টি হওয়ায় জুমের জন্য টিলাভূমি অনেকটাই প্রস্তুত। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জুমিয়ারা টিলাভূমিতে জুমের বিভিন্ন রকমের সবজি সহ ধান বীজ রুপন করতে ব্যস্ত। এমনই বাস্তব চিত্র প্রত্যক্ষ করা গেল খোয়াই ত্রিপুরা জেলা মুঙ্গিয়াকামী আর.ডি.ব্লকের অধীন বৈরাগীঢেপা এলাকায়।
What's Your Reaction?