Tripura : মাধ্যমিকের কৃতি ছাত্রের হাতে বই তুলে দিলেন বিজেপি সভাপতি
Tripura : মাধ্যমিকের কৃতি ছাত্রের হাতে বই তুলে দিলেন বিজেপি সভাপতি
আগরতলা ধলেশ্বর কামিনী কুমার স্কুলের ২০২৩ সালের ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের কৃতি ছাত্র আগরতলা আড়ালিয়াস্থিত গৌরব ভৌমিকের বাড়িতে গিয়ে বুধবার তার হাতে বই তুলে দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এস এম সি কমিটিতে গিয়ে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দিতে গিয়ে ঘোষণা করেছিলেন ২০২৩ সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকে দশম স্থান অধিকারী ধলেশ্বর কামিনী কুমার স্কুলের কৃতি ছাত্র গৌরব ভৌমিকের বই কেনা থেকে শুরু করে পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন। সে মোতাবেক আজ আগরতলা আড়ালিয়াস্থিত মাধ্যমিকের কৃতি ছাত্র গৌরব ভৌমিকের বাড়িতে গিয়ে তার হাতে বই তুলে দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই খবর শুনে ধলেশ্বর কামিনী কুমারী স্কুলের বিভিন্ন যত ছাত্র-ছাত্রী আছে সবাই খুশি ও আনন্দিত বলে জানিয়েছেন এসএমসি কমিটির সদস্য তরুণ কুমার সাহা। #tripura #tripuradailynews #madhyamikexam #newstoday #banglanews #newslive @ubanglatvofficial
What's Your Reaction?






