সাধারণ মানুষের স্বপক্ষে স্পষ্ট বার্তা ত্রিপুরার তপশিলি জাতি কল্যান দফতরের মন্ত্রীর | U Bangla TV
মন্ত্রীত্বের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম নিজ মহকুমা তথা ঊনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাটে বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের সাথে রিভিউ মিটিং করলেন ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ, মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দত্তের মন্ত্রী সুধাংশু দাস । জেলা শাসক , মহকুমা শাসক , ব্লক আধিকারিক সহ জেলা পরিষদের সভাধীপতি অমলেন্দু দাসের উপস্থিতিতে মহকুমার সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে সকাল ১১ টায় ঊনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাট PRTI - এর হলে রিভিউ মিটিংয়ে মিলিত হন মন্ত্রী সুধাংশু দাস । তার বার্তা একটাই সাধারণ মানুষকে কোনোভাবেই ভোগান্তিতে ফেলা চলবেনা। সাধারণ মানুষের জন্য সরকারি কাজের গতি বাড়াতে হবে, কুমারঘাট মহকুমার বিভিন্ন দপ্তরের আওতাধীন প্রতিটা কাজের মান বজায় রেখে খুব দ্রুততার মধ্যে দিয়ে উন্নয়নমূলক কাজগুলি সম্পন্ন করতে হবে।
What's Your Reaction?