Tripura : রাজনীতি বন্ধ করে টুয়েপ শ্রমিকদের কাজ দেয়া হোক বললেন সর্বানী ঘোষ চক্রবর্তী
Tripura : রাজনীতি বন্ধ করে টুয়েপ শ্রমিকদের কাজ দেয়া হোক বললেন সর্বানী ঘোষ চক্রবর্তী
আগরতলা পুর নিগম এলাকায় টুয়েপ শ্রমিকদের কর্মসংস্থানের ক্ষেত্রে ত্রিপুরার শাসকদল বিজেপির রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে বুধবার আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল করে আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদবের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নবনিযুক্ত সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। তিনি বলেন, রাজনীতি বন্ধ করে যেন টুয়েপ শ্রমিকদের কাজ দিতে হবে। যদি ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের এই দাবি না মানা হয় তাহলে আগরতলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গণআন্দোলন কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নবনিযুক্ত সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। তিনি আরো বলেন, টুয়েপের যারা জব কার্ড হোল্ডার রয়েছেন তারা লিখিতভাবে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃত্বদের জানিয়েছেন যে আগরতলা পুর নিগম এলাকায় ত্রিপুরার শাসকদল বিজেপির কার্যকর্তারা টুয়েপ শ্রমিকদের কাজ দেওয়ার ক্ষেত্রে রাজনীতি করছে।টুয়েপ শ্রমিকরা আগরতলা পুর নিগমের কমিশনারের নিকট লিখিতভাবে দরখাস্ত জমা দিয়েও কোন প্রতিকার পায়নি। তাই আজ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস আগরতলা পুর নিগমের কমিশনারের নিকট ডেপুটেশন জমা দিয়ে আবেদন জানিয়েছেন টুয়েপ শ্রমিকদের কাজ দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরার শাসকদল বিজেপির কার্যকর্তাদের রাজনীতি যেন বন্ধ করা হয়। #tripura #tripuradailynews #breakingnews #congress #banglanews #newslive #viralvideo @ubanglatvofficial
What's Your Reaction?