Tripura : বিভিন্ন রকমের ফল চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে চাষী সিরাজুল ইসলাম
Tripura : বিভিন্ন রকমের ফল চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে চাষী সিরাজুল ইসলাম
গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত জামজুরি গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণবীচর ব্রিজ সংলগ্ন লাকি স্মল নার্সারিতে একটি আম বাগান রয়েছে। সেই আম বাগানের মালিক সিরাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, ২০০৮ সাল থেকে তিনি আম চাষের সাথে যুক্ত রয়েছেন। আম চাষ ছাড়াও এখানে প্রায় আরো পাঁচ থেকে সাত ধরনের ফল চাষ করা হয় মুসাম্বির, কমলালেবু, পেয়ারা, আমরা, কুলবড়ই, লেবু, কলা ইত্যাদি। বিগত ১৭ বছর ধরে সিরাজুল ইসলাম এই ফল চাষের সাথে যুক্ত থেকে এখন ধীরে ধীরে স্বনির্ভরশীল হয়ে উঠেছেন বলে জানান চাষী সিরাজুল ইসলাম। #news #newstoday #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?