Tripura | আখাউড়া-আগরতলা রেলপথের ভার্চুয়াল উদ্বোধন | U Bangla TV
Tripura | আখাউড়া-আগরতলা রেলপথের ভার্চুয়াল উদ্বোধন | U Bangla TV
অবশেষে ১লা নভেম্বর বুধবার উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথ। বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে আখাউড়া-আগরতলা রেলপথের ভার্চুয়াল উদ্বোধন করবেন। পাশাপাশি বাংলাদেশের মোংলা- খুলনা রেলপথ এবং রামপাল থারমাল পাওয়ার স্টেশন উদ্বোধনেরও কথা রয়েছে। ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথের বাংলাদেশ অংশ ৬ দশমিক ৭৮ কিলোমিটার। ২০১৮ সালের জুলাই মাসে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণ কাজ শুরু করে। ২০১৮ সালের জুলাই মাসে আখাউড়া-আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। এই রেলপথ চালুর মাধ্যমে মাত্র ৮ ঘন্টায় বাংলাদেশ হয়ে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে। আখউড়া- আগরতলা রেল লাইনের কাজ শেষ হলেও ইমিগ্রেশন, কাস্টমস ভবন এবং প্লাটফর্মের ফিনিশিং কাজ শেষ হতে ডিসেম্বর মাসের মাঝামাঝি লাগবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। সোমবার বেলা সাড়ে বারোটার দিকে বাংলাদেশের রেলওয়ের ৬ জন স্টাফ নিয়ে আখাউড়া-গঙ্গাসাগর নবনির্মিত রেলওয়ে স্টেশন থেকে পাঁচটি খালি বগি নিয়ে ত্রিপুরা আগরতলা নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রায়াল রান সম্পন্ন করে ফের বাংলাদেশের গঙ্গাসাগরে ফিরে গিয়েছে।
What's Your Reaction?