ভারত-বাংলাদেশ বৈশাখী উৎসব, "পরবে পার্বনে বৈশাখ" | U Bangla TV
বৃহস্পতিবার সকালে জারা ফাউন্ডেশন নিবেদিত ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় ভারত-বাংলাদেশ বৈশাখী উৎসব "পরবে পার্বনে বৈশাখ" লোক-সংস্কৃতির ভাবধারায় এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রাটি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। শুধু ভৌগোলিক দিক দিয়ে হয়তো নিয়ম অনুযায়ী একটা কাঁটাতারের বেড়া আছে। কিন্তু মন, প্রাণ, সংস্কৃতি বা খাওয়া-লওয়া, চলাফেরা, ভাষা সব কিন্তু আমাদের একই বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।
বৃহস্পতিবার সকালে জারা ফাউন্ডেশন নিবেদিত ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় ভারত-বাংলাদেশ বৈশাখী উৎসব "পরবে পার্বনে বৈশাখ" লোক-সংস্কৃতির ভাবধারায় এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রাটি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। শুধু ভৌগোলিক দিক দিয়ে হয়তো নিয়ম অনুযায়ী একটা কাঁটাতারের বেড়া আছে। কিন্তু মন, প্রাণ, সংস্কৃতি বা খাওয়া-লওয়া, চলাফেরা, ভাষা সব কিন্তু আমাদের একই বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।
What's Your Reaction?