Tripura : বিকলাঙ্গ যুবতীর পাশে সরকার : U Bangla TV
Tripura : বিকলাঙ্গ যুবতীর পাশে সরকার : U Bangla TV
১০০ শতাংশ বিকলাঙ্গ যুবতীর পাশে ত্রিপুরা সরকার!সিপাহীজলা ত্রিপুরা জেলা মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা ফুল মিয়ার ১০০ শতাংশ বিকলাঙ্গ মেয়ে সীমা বেগম ২০১৮ সালে স্নাতক ডিগ্রী অর্জন করে। ত্রিপুরার বিগত সিপিআইএম সরকারের কাছে একটি চাকরির জন্য ধারে ধারে ঘুরেও চাকরি আর পেল না সীমা বেগম। কিন্তু, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি - আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর ১০০ শতাংশ বিকলাঙ্গ যুবতী সীমা বেগম'কে অডিটের একটি চাকরি দেওয়া হয়। আর সীমা বেগম শুধু চাকরি নয়, পেয়েছে সরকারি ঘর,সরকারি উজ্জ্বলা গ্যাস যোজনা , জলের সুবিধা, বিকলাঙ্গ ভাতা। ত্রিপুরা সরকারের সব রকম সুযোগ-সুবিধা পেয়ে সীমা বেগম ত্রিপুরা সরকার, এবং কলমক্ষেত গ্রাম পঞ্চায়েত'কে ধন্যবাদ জানিয়েছেন। #tripura #tripuranews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?