বর্তমানে পানীয় জলের সমস্যায় নাজেহাল ত্রিপুরার উপজাতি মানুষ | U Bangla TV
তীব্র গরমে পানীয় জলের সমস্যায় নাজেহাল উপজাতি গ্ৰামবাসীরা। পানীয় জলের সমস্যাটি যেন বংশ পরম্পরায় অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে তাদের ওপর। অভিযোগ, সময়মতো ডি.ডব্লিও.এস দফতর সময় মতো জল প্রদান করে না। এমনটাই ঘটনা প্রত্যক্ষ করা গেল খোয়াই ত্রিপুরা জেলা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ আর.ডি ব্লকের রঙ্গিয়াটিলা গ্রামে। জানা যায়, ২০০৩ সালে জাতিগত দাঙ্গার শেষ লগ্নে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলি থেকে জনজাতি অংশের মানুষজনেরা সরকারি বিভিন্ন প্রকল্প যেমন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, খাদ্য সামগ্রী ব্যবস্থা সহ বিভিন্ন প্রয়োজনীয় ব্যাবস্থা হাতের নাগালে পাওয়ার জন্য চাকমাঘাট রঙ্গিয়াটিলা গ্রামে পূর্বপুরুষদের ভিটেমাটি ত্যাগ করে এসেছিল । তৎকালীন সময়ে প্রায় তিন শতাধিক উপজাতি পরিবার ছিল। সে সময় সরকারিভাবে ভিটেমাটি ত্যাগ করে আসা উপজাতি পরিবারগুলিকে সিপিআইএম সরকার প্রতিশ্রুতি দিয়েছিল মৌলিক অধিকারগুলির মধ্যে যে যে অধিকারগুলি রয়েছে সবগুলি হাতের নাগালে পাওয়া যাবে। কিন্তু কয়েক মাস পরেই সরকারি প্রকল্পগুলি ওই এলাকায় বসবাসকারী উপজাতি মানুষের স্বার্থে কার্যকারী না হওয়াতে অনেক উপজাতি মানুষজনেরা সরকারিভাবে গড়ে তোলা নতুন ভিটেমাটি ছেড়ে পুরানো ভিটেমাটি'তে চলে যেতে বাধ্য হয়েছিল। একদিকে যেমন কাজকর্মের অভাব ফলে সংসার চালাতেও উপজাতি মানুষদের হিমশিম খেতে হচ্ছিল। প্রচন্ড গরম পড়তেই ওই এলাকায় তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। পানীয় জলের সংকট দূরীকরণে নির্বিকার প্রশাসন। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার কাছে জনজাতি অংশের মানুষরা আহ্বান জানিয়েছেন, মন্ত্রী বিকাশ দেববর্মা যেন ওই এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন | @UBanglaTV
What's Your Reaction?