Tripura : বৈদ্যুতিক খুঁটি বসাতে এসে মহিলাদের বাঁধার মুখে শ্রমিক সহ ঠিকাদাররা : U Bangla TV
Tripura : বৈদ্যুতিক খুঁটি বসাতে এসে মহিলাদের বাঁধার মুখে শ্রমিক সহ ঠিকাদাররা : U Bangla TV
জানা গেছে , গত দুই মাস ধরে, সিপাহীজলা ত্রিপুরা জেলা, গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এলাকার বিভিন্ন পাড়ায় সরকারিভাবে পুরোনো বৈদ্যুতিক খুঁটি এবং বৈদ্যুতিক তার পরিবর্তন করে, নতুনভাবে বৈদ্যুতিক খুঁটি ও কেবল যুক্ত তার লাগানোর কাজ চলছে। ঠিক একই ভাবে শনিবার, কাঞ্চনমালা এলাকার ,এক নং ওয়ার্ডের মাধবটিলার পূর্ব পাড়ায় কেবেল যুক্ত বৈদ্যুতিক তার লাগাতে যায় শ্রমিক শহর ঠিকাদাররা। প্রথমে ঠিকাদারের নির্দেশে শ্রমিকরা নতুন বৈদ্যুতিক খুঁটি না বসিয়ে, পুরোনো বৈদ্যুতিক খুঁটিতে তার লাগানোর উদ্যোগ নেয়। আর, তখনই পাড়ার মহিলারা শ্রমিকদের কাজ করতে বাঁধা দেয়। কারণ, মহিলাদের দাবি, তাদের পাড়ায় অনেকগুলি পুরোনো বৈদ্যুতিক খুঁটি খারাপ হয়ে রয়েছে, তাই সেই খারাপ বৈদ্যুতিক খুঁটি গুলির পরিবর্তে নতুন লোহার বৈদ্যুতিক খুঁটি বসাতে হবে। কিন্তু, তাতে রাজি হয়নি শ্রমিক সহ ঠিকাদাররা। যার ফলে পাড়ার সকল মহিলারা একত্রিত হয়ে, শ্রমিক এবং ঠিকাদারদের বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহিলারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নতুন লোহার বৈদ্যুতিক খুঁটি বসানো না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কাজ বন্ধ করে রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?