Tripura : প্রকাশ্য দিবালোকে চলন্ত গাড়ি থামিয়ে ছিনতাই : U Bangla TV
Tripura : প্রকাশ্য দিবালোকে চলন্ত গাড়ি থামিয়ে ছিনতাই : U Bangla TV
আবারো ফিল্মি কায়দায় প্রকাশ্য দিবালোকে দুই যুবক'কে মারধোর করে গাড়ি থেকে জোরপূর্বক ১৮ কার্টুন দামী মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালিয়ে গেল ছিনতাইবাজরা। এই ঘটনাটি ঘটেছে সিপাহীজলা ত্রিপুরা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীনগর থানাধীন ব্রজেন্দ্র কলোনি এডিসি ভিলেজে এলাকায়। জানা যায়, তাজুল ইসলাম নামে এক যুবক আগরতলা থেকে ১৮ কার্টুন মোবাইল।ফোন কিনে উনার টি আর ০৭ এফ ০২২১ নম্বরের মারুতি গাড়ি করে শ্রীনগর থানা এলাকা হয়ে সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে বজেন্দ্র কলোনি এলাকায় আসতেই তাজুল ইসলামের মারুতি ইকো গাড়িটিকে দুষ্কৃতিকারীদের দুইটি গাড়ি ধাওয়া করে। দুষ্কৃতিকারীরা তাজুল ইসলামের গাড়িটি আটক করে তাজুল ইসলাম সহ গাড়িতে থাকা তার এক বন্ধু রানা নট্টকে মারধোর করে তাদের গাড়িটি ভাঙচুর করে গাড়িতে থাকা ১৮ কার্টুন দামি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে সেখান থেকে গাড়ি নিয়ে কোন রকমভাবে তাজুল ইসলাম সহ তার বন্ধু রানা নট্ট শ্রীনগর থানায় আশ্রয় নেয়। শ্রীনগর থানার পুলিশকে আক্রান্ত তাজুল ইসলাম গোটা ঘটনাটি জানানোর পর তড়িঘড়ি শ্রীনগর থানার বিশাল পুলিশ বাহিনী দুষ্কৃতিকারীদের জালে তুলতে ময়দানে নেমে পড়ে। এদিকে আক্রান্ত তাজুল ইসলাম জানিয়েছেন, দুষ্কৃতকারীদের মধ্যে কাউকেই চিনতে পারেনি তারা। এই ছিনতাইয়ের ঘটনায় তাজুল ইসলাম গোটা ঘটনাটি লিখিত আকারে জানিয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীনগর থানার পুলিশ এই ছিনতাইয়ের ঘটনার সাথে যুক্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি। তবে, পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ছিনতাইবাজদের শ্রীনগর নগর থানার গ্রেফতার করার জন্য জাল বিস্তার করেছে। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?