জিরিমুখে ইকো ট্যুরিজম প্রকল্প বরাক রিভার সাফারির উদ্বোধন

Apr 24, 2023 - 14:49
 0  3

অসমের কাছাড় জেলার লক্ষীপুরে অসম-মণিপুর সীমান্তের বরাক উজানে জিরিমুখ নামক স্থানেও অভিনব সৌন্দর্য স্থল ও আয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাইয়ের হাত ধরে জিরিমুখে উদ্বোধন হলো ইকো ট্যুরিজম প্রকল্প বরাক রিভার সাফারি। এই ট্যুরিজম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় বনবিভাগের ডিএফও সহ বিভিন্ন স্তরের আধিকারিক। এতে প্রত‍্যন্ত জিরিমুখে এক উৎসবের আমেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় উপজাতি লোকজন। এই প্রত্যন্ত এলাকার বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন কৌশিক রাই। জিরিমুখে অভিনব প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, রয়েছে নানারঙের প্রজাপতি, পশুপাখি। ফুলেরতল ফেরিঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় পৌঁছোনো যায় জিরিমুখের বরাক রিভার সাফারি স্পটে। #youtube #assam #assamesenews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow