Assam : গেলেকি বালির মহলে বন বিভাগের অভিযান : U Bangla Tv

Assam : গেলেকি বালির মহলে বন বিভাগের অভিযান : U Bangla Tv

Mar 28, 2024 - 14:24
 0  4

অসমের গেলেকি বালির মহলে বন বিভাগের অভিযান। এই অভিযানে-- অবৈধ ভাবে মাটি কাটার একটি ছোট ডাম্পার বাজেয়াপ্ত করে বন বিভাগের একটি দল। অবৈধভাবে মাটি কাটার ডাম্পারটিকে-- পুলিশের হাতে হস্তান্তর করেন বন বিভাগ। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে নাজিরাতেও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে-- বন বিভাগের অভিযান অব্যাহত আছে। গেলেকি মহলে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটার একটি ছোট ডাম্পার বাজেয়াপ্ত করে। ওই ডাম্পারটির নাম্বার AS04 BC 7905 বলে জানতে পারা গেছে। বন আধিকারিক হিরণ্য বড়ুয়ার নেতৃত্বে, টহলদারী সময় ওই মহলটির থেকে অবৈধ মাটি ভর্তি ডাম্পারটি বাজেয়াপ্ত করে পুলিশের হাতে তুলে দেন বন আধিকারিক। উল্লেখ্য যে, পরবর্তী সময়ে জেলার বন বিভাগ ওই ডাম্পারটির বিরুদ্ধে সরকারি কর ফাঁকি দেওয়ার আইনগত ব্যবস্থা প্রদান করেন। #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow