Tripura : পবিত্র ঈদ উপলক্ষে গেদু মিয়া মসজিদে নামাজ : U Bangla TV
Tripura : পবিত্র ঈদ উপলক্ষে গেদু মিয়া মসজিদে নামাজ : U Bangla TV
পবিত্র রমজান শেষে এলো খুশির ঈদ। বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে ও উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। এরই মধ্যে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে আগরতলা শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছে গ্রামের বাড়িতে। ঈদ খুশি নিয়েই হাজির হয়। সেই ঈদের খুশি ছড়িয়ে পড়ে পরিবার আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার উদ্দেশ্য। পবিত্র রমজান মাসে রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বী মানুষরা মাসের শেষে ঈদুল ফিতর পালন করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সকালে আগরতলা গেদু মিয়া মসজিদে আল্লাহর কাছে নামাজ আদায় করেন সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। ঈদের এই আনন্দ সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষের সাথে ভাগ করে নিলেন ত্রিপুরার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
What's Your Reaction?