Tripura : ত্রিপুরেশ্বরী মন্দিরের দিঘির জলে মানুষের নর কঙ্কালের মাথা উদ্ধারে চাঞ্চল্য
Tripura : ত্রিপুরেশ্বরী মন্দিরের দিঘির জলে মানুষের নর কঙ্কালের মাথা উদ্ধারে চাঞ্চল্য
গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের কল্যাণ সাগরের দিঘির জলে ভেসে উঠেছে মানুষের নর কঙ্কালের মাথা। বুধবার ভোরবেলায় প্রাত: ভ্রমণ করতে আসা লোকজনরা দেখতে পায় মায়ের দীঘিতে একটি নর কঙ্কালের মাথা জলে ভেসে রয়েছে। এই নর কঙ্কালের মাথা ভেসে থাকতে দেখে সাথে সাথে খবর দেওয়া হয় মায়ের মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী এবং মায়ের মন্দির ট্রাস্টের ম্যানেজার মানিক দত্ত এবং মাতাবাড়ি পঞ্চায়েতের প্রধান মন্টু চন্দ্র দাসকে। তারা এই খবর পেয়ে তড়িঘড়ি করে ছুটে এসে মায়ের মন্দিরে সামনে থাকা কল্যাণ সাগর দিঘিতে এসে দেখতে পায় মানুষের একটি নর কঙ্কালের মাথা জলে ভেসে রয়েছে। পরবর্তীতে খবর দেওয়া হয় উদয়পুর রাধাকিশোরপুর থানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক তদন্তের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ওইটি একটি মানুষের নর কঙ্কালের মাথা। পুলিশ ধারণ করছে অন্য জায়গা থেকে মানুষের এই নর কঙ্কালের মাথাটি'কে কল্যাণ সাগর দিঘির জলে এনে ফেলে দেওয়া হয়েছে। তবে কে বা কাহারা এই নরকঙ্কালের মাথা এনে মায়ের মন্দিরের কল্যাণ সাগর দিঘির জলে ফেলে গিয়েছে তা এখনো জানা যায়নি।তবে, এই ঘটনার সাথে যে জড়িত রয়েছে তা অতিসত্বর তদন্ত করে সত্যি ঘটনা প্রকাশ্যে আনা হবে বলে জানা গিয়েছে। অপরদিকে, মাতাবাড়ি মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, যদি এটা কোন মানুষের নর কঙ্কালের মাথা হয়ে থাকে তাহলে মায়ের মন্দিরের কল্যাণ সাগর দিঘির জলে বিভিন্ন নিয়ম নীতি মেনে সুধন করতে হবে। সুধন না করা পর্যন্ত মায়ের দীঘি থেকে জল এনে মায়ের কাজে ব্যবহার করা যাবে না।পুলিশ মানুষের নর কঙ্কালের মাথাটি'কে উদ্ধার করলেও মানুষের দেহের কোন অংশ উদ্ধার করতে পারেনি। নর কঙ্কালের মাথাটি'কে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়। বুধবার ভোরবেলায় মায়ের মন্দিরের কল্যাণ সাগর দিঘির জল থেকে মানুষের নর কঙ্কালের মাথা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা মাতাবাড়ি এলাকায় মুহূর্তের মধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। #breakingnews #newstoday #banglanews #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?