Tripura : জল জীবন মিশন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ : U Bangla TV
Tripura : জল জীবন মিশন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ : U Bangla TV
দক্ষিণ ত্রিপুরা জেলার একেবারে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা প্রান্তিক মহকুমা সাব্রুমের উপজাতি অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত মাগ্রুম এডিসি ভিলেজ। সাব্রুম রুপাইছড়ি আর.ডি.ব্লকের অধীন মাগ্রুম এডিসি ভিলেজের চিন্তারাম পাড়া সহ গোটা মাগ্রুম এডিসি ভিলেজের বিভিন্ন এলাকা গুলিতে প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের বরাদ্দকৃত লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা আত্মসাৎ করে নিচ্ছেন একশ্রেনীর দুর্নীতিবাজ ঠিকাদাররা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার মাগ্রুম এডিসি ভিলেজের চিন্তারাম পাড়ায় উপজাতি অংশের লোকজনরা কিভাবে বসবাস করছেন তার খোঁজখবর নিতে গিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ফুটে উঠলো জল জীবন মিশন প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগের খবর। মাগ্রুম এডিসি ভিলেজের চিন্তারাম পাড়াতে জল জীবন মিশন প্রকল্পের প্রায় ৫৫ লক্ষ টাকার স্পেশাল জলের টিউবওয়েল বসানোর বরাদ্দ পায় শান্তি বাজারের মল্লিক কোং নামে এক বেসরকারি কোম্পানি। পুরো দক্ষিণ ত্রিপুরা জেলার ডি.ডাব্লিউ.এস. দপ্তরের সাথে একনিষ্ঠভাবে জড়িত দুর্নীতিবাজ ঠিকাদার প্রমোদ মল্লিক এবং অনুপম মজুমদারের মতো দুর্নীতিবাজ ঠিকাদাররা। সহজ সরল উপজাতি মানুষদের অভিযোগ, দুর্নীতিবাজ ঠিকাদাররা জল জীবন মিশন প্রকল্পের সাইনবোর্ড বসিয়ে নিয়ে কোন প্রকার প্রিন্টিংয়ের মারফত অংকন না করিয়ে এলাকার উপজাতি মানুষদের বর্তমান সমাজে বোকা বানিয়ে দপ্তর থেকে নির্মাণ কাজের মোটা অংকের বিল নিয়ে নিচ্ছে। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?