Tripura : টেলি যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে প্রতারণার শিকার
Tripura : টেলি যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে প্রতারণার শিকার
সিপাহীজলা ত্রিপুরা জেলার কমলাসাগর কসবেশ্বরী কালী মায়ের মন্দির সংলগ্ন এলাকায় কোন এক সময় টেলিযোগাযোগ ব্যবস্থা ছিল না। পরে যদিও ওই এলাকায় ভোডাফোন সহ বিভিন্ন কোম্পানি বিশাল টাওয়ার বসিয়ে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করেছিল। এরই মধ্যে এয়ারটেল কোম্পানির পক্ষ থেকে একটি সুবিশাল টাওয়ার বসানো হয়। এবং এলাকার মানুষদেরকে প্রভাবিত করা হয় এখন থেকে এয়ারটেল নেটওয়ার্কের কোন অসুবিধা থাকবে না এই এলাকায়। এয়ারটেল টাওয়ার বসানোর পর যদিও বেশ কয়েক মাস ভালো যোগাযোগ ব্যবস্থা থাকলেও তারপর থেকে শুরু হয় নানা সমস্যা। এই এলাকাটি একটি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। বর্তমানে এয়ারটেল টাওয়ারের যান্ত্রিক গোলযোগের কারণে স্থানীয় এলাকার এয়ারটেল গ্রাহকরা সঠিক মূল্য দিয়ে মোবাইল রিচার্জ করা সত্ত্বেও প্রয়োজনে কারোর সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে উঠতে পারছে না বলে অভিযোগ। তার একটাই কারণ এয়ারটেল নেটওয়ার্ক সমস্যা। #newstoday #banglanews #news #tripura #vodafone #airtel #networkissue @ubanglatvofficial
What's Your Reaction?